চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া শ্রীপুর বুড়া মসজিদ সড়কে ট্রাক উল্টে আজিজুর রহমান (৩৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আজিজুর রহমান পটিয়ার ধলঘাট ইউনিয়নের ঈশ্বরখাইন দক্ষিণ সমুরা গ্রামের শফি সওদাগরের মেজ ছেলে।
স্থানীয়রা বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের জমিতে পড়ে যায় ট্রাকটি। ট্রাকের ভেতর চাপা পড়ে মারা যান চালক।
বোয়ালখালী থানার এসআই নুরে আলম বলেন, ট্রাক উল্টে ধানের জমিতে পড়ে চালকের মৃত্যুর খবর পেয়েছি। তাকে স্বজনরা পটিয়ায় নিয়ে গেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল