দিনাজপুর কাহারোলের কান্তনগর গ্রামে রাজদেবোত্তর এস্টেটের জমিতে মসজিদ পুনর্নির্মাণ বন্ধের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক শাকিল আহমেদ। এলাকা পরিদর্শন করে মসজিদ কমিটিকে কাজ বন্ধ রাখতে নিদের্শ দেন তিনি।
রবিবার দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে দিনাজপুর জেলা প্রশাসক ও রাজ দেবোত্তর এস্টেটের ট্রাস্টি শাকিল আহমেদ গণমাধ্যম কর্মীদের প্রেসব্রিফিংয়ে ঘটনা সম্পর্কে বিশদ ব্যাখ্যা দিয়ে বলেন, সিদ্বান্ত না হওয়া পর্যন্ত মসজিদ পুনর্নির্মাণ কাজ বন্ধ থাকবে। যেহেতু জায়গাটি রাজদেবোত্তর এস্টেটের, এখানে কোনো নির্মান কাজ করতে হলে অনুমতি লাগবে।
জেলা প্রশাসক বলেন, ১৩ মার্চ রাজদেবোত্তর এস্টেটের এজেন্ট রনজিৎ কুমার সিংহ জেলা প্রশাসককে লিখিতভাবে অভিযোগ করেন, কাহারোল উপজেলার কান্তনগর মৌজায় মহারাজা জগদিশ নাথ রায়ের নামীয় সম্পতিতে মসজিদ পুনর্নির্মাণ করা হচ্ছে। অভিযোগ পাওয়ার পরেই তাক্ষণিকভাবে কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কাজ বন্ধসহ প্রতিবেদন দিতে বলা হয়।
জেলা প্রশাসক আরও জানান, রবিবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসকদের নিয়ে কান্তনগর এলাকা পরিদর্শনে যাওয়া হয়। সেখানে মসজিদ কমিটির সঙ্গে কথা বলা হয়েছে। এছাড়া রাজদেবোত্তর এস্টেট কমিটির সঙ্গেও সভা করা হয়েছে। দু'পক্ষের সঙ্গে কথা বলে সিদ্বান্ত নেওয়া হয়েছে সেখানে কোনো নির্মাণ কাজ হবে না। এ নিয়ে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিবে। দিনাজপুর সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা, এখানে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে।
এসময় প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীশ চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. জানে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহাগ চন্দ্র সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) নুরে এ আলম ও কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম।
বিডি প্রতিদিন/হিমেল