মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ভোলার চরফ্যাশনের এক ব্যবসায়ীর তরমুজ বোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ট্রলারে থাকা ৭ জনের মধ্যে ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শশীভূষণের ব্যবসায়ী আমজাদ হোসেন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকৃতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার রাতে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ তরমুজ ব্যবসায়ী আমজাদ হোসেন ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ২ নং ওয়ার্ডের মো. মফিজ মাঝির ছেলে।
জানা যায়, রবিবার বিকালে ভোলা থেকে তরমুজ বোঝাই করে ট্রলারটি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করে। রাতে মেঘনা নদীতে প্রবল ঝড়ের কবলে পড়ে ট্রলারটি তরমুজসহ ডুবে যায়। পাশের একটি ট্রলার ৬ জনকে উদ্ধার করলেও স্রোতে আমজাদ হোসেনকে উদ্ধার করা যায়নি।
বিডি প্রতিদিন/এএ