বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার চাড়িয়া বাজার সংলগ্ন স্কুল মাঠে রামপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
রামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাজুল খানের সভাপতিত্বে তারাকান্দা উপজেলা বিএনপি নেতা এবং ইউনিয়নের টিম লিডার রাসেল মন্ডল ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরে আলম তালুকদারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, শামসুল হুদা তালুকদার, শামিম তালুকদার, তারাকান্দা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আসাদুল হক মন্ডল, আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছায়াদুল ইসলাম মন্ডল, সদস্য সচিব আমির হাসান স্বপন, ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন রকি ও যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ তালুকদার, মৎস্যজীবী দলের সদস্য সচিব শাকিব খান ও জাসাস সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ফাহিম, ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল মান্নান মুন্সি, আসালউদ্দিন মেম্বার, মো. এমদাদুল হক আকন্দ, আফতাব উদ্দিন, শহীদুল ইসলাম, একরামুল ইসলাম, যুবদলের নেতা হাবিবুর রহমান ভূঞা, আমির উদ্দিন মজনু, ছাত্রদল নেতা মোবারক হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত