নোয়াখালী মাইজদী পুরাতন বাসস্ট্যান্ড কাভার্ডভ্যানের ধাক্কায় আনোয়ার হোসেন অনিক (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
গুরুতর অবস্থায় নোয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৯ মার্চ) ইফতারের সময়।
সুধারাম থানার পুলিশ জানায়, মাইজদী জামে মসজিদ মোড় থেকে পুরাতন বাস স্ট্যান্ড যাওয়ার পথে পৌঁছালে কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৪ লাইনে সড়কে বেপোরোয়া গতিতে মাইজদী শহরের বিভিন্ন যানবাহন চলার কারণে অহরহর ঘটছে দুর্ঘটনা। যানবাহনের গতি কমানোর জন্য প্রশাসনের নজর দেওয়া প্রয়োজন বলে জানান তারা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ