ঠাকুরগাঁওয়ে জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধারসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চোঙ্গাখাতা গ্রামের কামাল উদ্দীনের ছেলে আনোয়ার হোসেন (৩৫), একই এলাকার আব্দুল কাদের ছেলে রতন আলী (৩০), পৌর শহরের বরুনাগাঁও এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে আয়নাল হক (৪৫),আউলিয়াপুর ইউনিয়নের আব্দুল খালেকের ছেলে জামাল উদ্দিন (৫০), রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের কেষরু ছেলে রেজাউল করিম (৪৩) ও পীরগঞ্জ উপজেলার শ্রী চঞ্চল চন্দ্র বর্মন (২৬)।
পুলিশের দেওয়া তথ্য মতে, জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা, ৫ বোতল ফেনসিডিল, ২০০ গ্রাম শুকনো গাঁজা এবং ৩০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধারসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়। এছাড়াও গত ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁও জেলার সদর থানায় ৯টি, রাণীশংকৈল থানায় ১টি, বালিয়াডাঙ্গী থানায় ২টি, রুহিয়া থানায় ১টি এবং হরিপুর থানায় ১ টিসহ সর্বমোট ১৪টি ওয়ারেন্ট নিষ্পত্তি করা হয়।
ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে।
বিডিপ্রতিদিন/কবিরুল