কক্সবাজারের চকরিয়ায় সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে শহীদুল ইসলাম (১৮) নামে এক যুবককে ছুরিকাঘাত করে নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত শহীদুল কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লক্ষ্যারচর ইউনিয়নের নলবিলা ডলনপীর এলাকায় এ ঘটনা ঘটে।
শহীদুল ইসলাম কাকারা ইউনিয়নের বার আউলিয়া নগর এলাকার আবদুল মালেকের ছেলে।
এ ঘটনায় শুক্রবার রাতে থানায় একটি এজাহার দায়ের করেছেন আহত শহীদুলের মা শাহেনা আক্তার।
থানায় দেওয়া এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সেহরির ভাত নিয়ে বানিয়ারছড়া এলাকায় নিজের দোকানে যাওয়া উদ্দেশ্যে ঘর থেকে বের হয় শহীদুল। পরে মহাসড়কের নলবিলা এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করে। এসময় সিএনজি অটোরিকশাযোগে ৫ ছিনতাইকারী শহীদুলকে গাড়িতে তুলে ছুরিকাঘাত করে পকেটে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে ডলনপীর এলাকায় সড়কের পাশে ফেলে দেয়। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহতের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বলেন, ছিনতাইয়ের ঘটনায় থানায় একটি এজাহার জমা দিয়েছেন। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল