নোয়াখালীর উপকূলীয় হাতিয়া উপজেলার ভাসানচরে গরিব ও দুস্থ রোহিঙ্গাদের মাঝে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ৯ আর্মড পুলিশ ব্যাটলিয়নের সহযোগীতায় আশ্রয়ণ প্রকল্প-৩ ভাসানচরে আশ্রিত রোহিঙ্গাদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় ৯ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন এন্ড ইন্টেলিজেন্স) মো. নুরুল আফসার ভূইয়া এবং রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তায় নিয়োজিত ভাসানচর ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার এ. কে. এম. ফসিহুর রহমানের উপস্থিতিতে ১৫০ জন গরিব ও দুস্থ রোহিঙ্গার মাঝে চাল, ডাল, ছোলা, চিনি, সয়াবিন তেল বিতরণ করা হয়।
চট্টগ্রামে ৯ এপিবিএন এর পুলিশ সুপার (এসপি) দীপক জ্যোতি খীসা জানান, গরিব ও দুস্থ রোহিঙ্গারা ঈদ খাদ্য সামগ্রী পেয়ে খুবই আনন্দিত ও বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
বিডি প্রতিদিন/হিমেল