বরগুনার পাথরঘাটায় রাস্তা পারাপারের সময় মালবাহী ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে খাদিজা নামে সাড়ে তিন বছরের এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে পাথরঘাটা উপজেলার ৬ নম্বর কাকচিড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাইনচটকী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খাদিজা একই এলাকার হুমায়ন কবিরের মেয়ে।
কাকচিড়া ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গিয়াস উদ্দিন জানান, নিহত খাদিজা রাস্তা পার হচ্ছিল। এ সময় যশোর থেকে বরগুনাগামী একটি মালবাহী মিনি-ট্রাকের চাপায় ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন ট্রাক চালক জাহাঙ্গীর আলমকে আটক করে পাথরঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
আটক ট্রাকচালক জাহাঙ্গীর আলম যশোরের ছোট মেঘলা ইউনিয়নের জয়নাল আবেদীনের ছেলে।
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনার বিষয় জানতে পেরে আমরা ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এমআই