ভোলায় কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিতে মনপুুরা ও লালমোহন দুই উপজেলায় পাঁচ শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এসময় ঘর চাপা পড়ে হারিস (৪৫) এবং বজ্রপাতে বাচ্চু (৩৫) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
রবিবার সকাল ১০টার দিকে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টি শুরু হয়। এসময় ঝড়ের তাণ্ডবে মনপুরা উপজেলার হাজিরহাট, উত্তর সাকুচিয়া ও দক্ষিণ সাকুচিয়া এলাকার তিন শতাধিক ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে।
অপরদিকে একই সময়ে লালমোহন উপজেলায় দুই শতাধিক ঘরবাড়ির ক্ষতি হয়েছে। ঝড়ের সময় লালমোহনে উপজেলায় বদরপুর সাতবাড়িয়া এলাকায় ঘর চাপা পড়ে হারিস (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়াও লালমোহনের চরভূতা ইউনিয়নের লেঙ্গুটিয়া গ্রামের বাচ্চু (৪০) নামে ব্যক্তি বজ্রপাতে নিহত হয়েছেন।
বিডি প্রতিদিন/আরাফাত