ব্রাহ্মণবাড়িয়ায় সংবদ্ধ অপহরণ চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে জেলা শহরের কাউতলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় অপহৃত আনিসুল হক নামে এক ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো জেলা শহরের কান্দিপাড়া (মাদ্রাসা রোড) এলাকার দুলাল মিয়ার ছেলে শাকিল ও তার স্ত্রী হাবিবা আক্তার (২৯), শিমরাইলকান্দি এলাকার জহিরুল হকের ছেলে এনামুল হক জুয়েল (৩০), একই এলাকার বাচ্ছু মিয়ার ছেলে জোনায়েদ (২৭), রেনু মিয়ার ছেলে সাইমন ইসলাম ওরফে রাজু সিকদার (২৫), জেলার কসবা উপজেলার শাহপুর এলাকার পান্নার স্ত্রী জোনাকি ওরফে শিউলী (২৫), সদর উপজেলার কোড্ডা এলাকার দেলোয়ার খলিফার ছেলে সৌরভ (২২), কলেজপাড়া এলাকার মগবুল হোসেনের ছেলে বাবুল মিয়া (৪৫) ও বিরাসার এলাকার শামছু মিয়ার ছেলে পান্না চৌধুরী (৩০)।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন জানান, রাতে কাউতলী এলাকার আলম ভবনের চতুর্থ তলা থেকে ব্যবসায়ী আনিসুল হককে উদ্ধার করা হয়। এ সময় সংবদ্ধ অপহরণ চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার শাকিল কুখ্যাত অপহরনকারী, ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাংচুরসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি। অপহরণ চক্রের মূলহোতা হচ্ছে শাকিল। তিনি আরো জানান, এই চক্রে দুইজন নারী সদস্য রয়েছে, তাদের কাজ হচ্ছে বিভিন্ন জনের সাথে মোবাইল ফোনে সখ্য গড়ে তোলা। এক পর্যায়ে দেখা করতে আসলে তারা তাদের কে অপহরণ করে নিয়ে মুক্তিপণ আদায় করতো। এই চক্র ছিনতাই, চুরি ও ডাকাতির সাথেও জড়িত। গ্রেফতার ৯ জনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এএম