গাজীপুরের টঙ্গীতে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাতটার দিকে টঙ্গীর দত্তপাড়া রসুলবাগ এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ওই গৃহবধূর নাম তানিয়া আক্তার (২৫)। সে মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার চাষীরা গ্রামের মৃত জিন্নাত আলীর মেয়ে। তানিয়া টঙ্গীর দত্তপাড়া রসুলবাগ এলাকায় একটি ভাড়া বাড়িতে স্বামী হাসান মানিকের সাথে বসবাস করতেন। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, গত রবিবার রাতে পারিবারিক কলহের জেরে স্বামী হাসান মানিকের সাথে কথা কাটাকাটি হয় তানিয়ার। রাতে স্বামী হাসানের সাথে নিয়ে ঘুমিয়ে পড়েন সে। সকালে ওই কক্ষটির সিলিং সাথে গলায় ওড়না পেচানো ঝুলন্ত নিথর দেহ দেখতে পান হাসান। পরে তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলেন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল থেকে তার লাশ নিয়ে ভাড়া বাসায় চলে আসে স্বামী হাসান। পরে দুপুরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে যোগাযোগ করলে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম