বাংলাদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশের পর মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলায় ভেঙে পড়া একটি কাঠের পুল সংস্কার করা হয়েছে। রবিবার বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত কাজ করে পুলটি সংস্কার করা হয়।
এর আগে, ‘উদ্বোধনের দিনই ভেঙে পড়েছে নবনির্মিত কাঠের পুল’ শিরোনামে বাংলাদেশ প্রতিদিনের অনলাইন সংস্করণে একটি নিউজ প্রকাশ হয়। এরপর তড়িঘড়ি করে রবিবার রাতের মধ্যে সংস্কার করা হয় কাঠের পুলটি। এতে করে চরম ভোগান্তির হাত থেকে রক্ষা পেয়েছে উপজেলার পাঁচগাও ইউনিয়নের চিত্রকড়া গ্রামের অর্ধ-শতাধিক পরিবার।
পাঁচগাও ইউপি চেয়ারম্যান সুমন হালদার বলেন, কাঠের পুলটি আমার নির্বাচনি প্রতিশ্রতি ছিল। সেই লক্ষ্যে নিজস্ব অর্থায়নে পুলটি নির্মাণ করে দেই। কিন্তু উদ্বোধনের দিন অসাবধানতাবসত লোকজন বেশি উঠে যাওয়ায় পুলটির একটি অংশ ভেঙে পড়ে। তবে রবিবার নিজে দাঁড়িয়ে থেকে ভেঙে পড়া পুলটি সংস্কার করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার জেলার টঙ্গিবাড়ি উপজেলার পাঁচগাও ইউনিয়নের চিত্রকড়া গ্রামের একটি সরু খালের উপরে নবনির্মিত কাঠের পুল উদ্বোধন করতে যান টঙ্গিবাড়ি উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ ও পাঁচগাও ইউপি চেয়ারম্যান সুমন হালদার। এসময় লোকজন বেশি উঠে গেলে ভেঙে পড়ে পুলটি।
বিডি প্রতিদিন/এমআই