বগুড়ার ধুনট মডেল প্রেসক্লাবের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৫টায় ধুনট মডেল মসজিদের সামনে প্রধান অতিথি হিসেবে ইফতার বিতরণের উদ্বোধন করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিক খান।
ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইমরান হোসেন ইমনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক, পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম খান ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক শিক্ষিকা ফৌজিয়া হক বিথি।
ধুনট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেনের সঞ্চালনায় ইফতার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধুনট থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম, ধুনট মডেল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ফজলে রাব্বি শুভ, কোষাধ্যক্ষ রবিউল হাসান, দপ্তর সম্পাদক শাওন ইসলাম সুমন, মাসুদ টেলিকমের প্রোপাইটার মাসুদ রানা, মডেল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক নিহানুল হক রিকো, কার্যনির্বাহী সদস্য শিক্ষক জুয়েল রানা, সৌরভ হাসান, ফটোগ্রাফার রুস্তম আলী বিদ্যুৎ প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই