নেত্রকোনায় দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার সকাল ১০টায় শহরের সাতপাই আধুনিক স্টেডিয়ামে (ইনডোর স্টেডিয়াম) এসব ঈদ উপহার বিতরণ করা হয়।
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে জেলা প্রশাসনের আয়োজনে এ সকল ঈদ উপহার তুলে দেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ। জেলা শহরের ১১০০ জন নারী পুরুষ ও শিশুর মাঝে ৫ কেজি করে চাল বিতরণ করা হয়। নেত্রকোনা সদর উপজেলা ও পৌর শহরের ৯টি ওয়ার্ডের বাসিন্দারা আসেন এই উপহার নিতে।
জেলা প্রশাসক জানান, প্রতিটি মানুষ যাতে আনন্দ নিয়ে ঈদ করতে পারে। সে জন্য সকলের সাথে আনন্দ ভাগাভাগি করতেই প্রধানমন্ত্রীর এই ঈদ উপহার তুলে দেওয়া হচ্ছে।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকউজ্জামান, জেলা ত্রাণ ও দুর্যোগ পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই