মৌসুমের আগেই বগুড়ার বাজারে যশোরের গোপালভোগ ও গোবিন্দভোগ আমে সয়লাব। দাম বেশি হলেও স্বাদ কম। শুরুতেই বাজারে আম উঠায় চাহিদাও অনেক বেশি।
বগুড়ার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রায় দুই সপ্তাহ ধরে বিভিন্ন বাজারে পাওয়া যাচ্ছে যশোরের গোবিন্দভোগ ও গোপালভোগ আম। অন্যান্য ফলের পাশাপাশি বেশিরভাগ দোকানে সাজিয়ে রাখা হয়েছে আম। প্রকার ভেদে বিক্রি হচ্ছে ১০০ টাকা থেকে ১২০ টাকা কেজি দরে। গুণগত মানের উপর নির্ভর করে আম বিক্রি হচ্ছে। আড়তদার ও ব্যবসায়ীরা বলছে আবহাওয়া ও তাপ প্রবাহের কারণে এ বছর আমের ফলন কম হয়েছে। তাই মৌসুমের শুরুতে দামও চড়া, চাহিদাও অনেক বেশি। এবারে গত ৯ মে গোপালভোগ ও গোবিন্দভোগ আম সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়েছে। কিন্তু মৌসুমের আগেই বাজারে উঠেছে এসব আম। ক্রেতারা বলেন, আমের দাম বেশি হলেও স্বাদ কম। আগাম আম বাজারে আসায় মানুষ কিনছে সেগুলো। তবে বৈরী আবহাওয়ায় এ বছর আমের বাজার অনেক চড়া।
ফল ব্যবসায়ী জিয়াউর রহমান জানান, আমের মৌসুম এখনো শুরু হয়নি। এর আগেই চাষিরা বাগান থেকে আম সংগ্রহ করা শুরু করে দিয়েছেন। আড়তে বেশ কয়েকটি আমের চালান এসেছে। এরমধ্যে গোবিন্দভোগ ও গোপালভোগ আমই বেশি। এটা শুরুতেই পাওয়া যায়। পরে আর পাওয়া যাবে না। অনেক চাষি বাড়তি লাভের আশায় নির্ধারিত তারিখ না মেনে আম সংগ্রহ শুরু করেন। তবে পুরোপুরি স্বাদের কথা বলা মুশকিল। আমের প্রকৃত ঘ্রাণও অনেক আমে নেই বললেই চলে।
আম কিনতে আসা রাশেদুল ইসলাম জানান, দুই কেজি যশোরের গোপালভোগ আম কিনেছি। পরিবারের সবার কাছে আম পছন্দের। তবে স্বাদ কেমন হবে জানি না। দাম একটু বেশি।
বগুড়া জেলা ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জুলফিকার আনাম তুষার জানান, বগুড়াতে প্রায় পাঁচটির মতো আমের চালান এসেছে। বাজারে যেসব আম বিক্রি হচ্ছে তা ৭০ থেকে ৮০ টাকা কেজিতে পাইকারি বিক্রি হচ্ছে। খুচরা বাজারে ১০০ টাকা থেকে ১২০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে আর কিছুদিন পরে বাজারে সব ধরণের আম পাওয়া যাবে। দাম অনেকটা কম হবে।
বিডি প্রতিদিন/হিমেল