গাইবান্ধার গোবিন্দগঞ্জে তরুণীকে অপহরণের পর ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত আবু হোসেন (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার আবু হোসেন গোবিন্দগঞ্জ উপজেলার কন্দর্পপুর (ঘোড়ামারা) এলাকার খলিলুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার দিবাগত রাতে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ মার্চ বিকেল পৌনে ৫টার দিকে কামারদহ ইউনিয়নের চাঁদপাড়া বাজারের পশ্চিম পাশে ওই তরুণীকে একা পেয়ে আবু হোসেন তার দলবল নিয়ে তাকে অপরহরণ করে নিয়ে যায়। এরপর বিয়ের প্রলোভন দিয়ে তাকে ধর্ষণ করে আবু হোসেন। পরে ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই তরুণীর বাবা বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকে আবু হোসেনসহ অন্যান্য আসামিরা আত্মগোপনে থাকেন। মামলার পরিপ্রেক্ষিতে ছায়াতদন্ত শুরু করে র্যাব। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে র্যাব-১৩ গাইবান্ধা ও র্যাব-১০ সদর কোম্পানি কেরানীগঞ্জে যৌথ অভিযান পরিচালনা করে ঢাকার লালবাগ থানাধীন চানখারপুল এলাকা থেকে আবু হোসেনকে গ্রেফতার করা হয়। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই