বগুড়ায় প্রায় ৫ লাখ ডিম মজুদ রাখার অপরাধে কাহালুর আফরিন কোল্ড স্টোরকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কাহালুর মুরইল এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কাহালু নির্বাহী অফিসার মোছা. মেরিনা আফরোজ। এ সময় প্রাণীসম্পদ অফিসার ডা. মো. মাহবুব হাসান চৌধুরীসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কাহালু নির্বাহী অফিসার মোছা. মেরিনা আফরোজ জানান, বুধবার বিকালে মুরইল এলাকায় আফরিন কোল্ড স্টোরে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায় তারা অবৈধভাবে ৪ লাখ ৮৮ হাজার ৩৮৮ টি ডিম মজুদ করে রেখেছে। এই অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে মজুদকৃত ডিমগুলো সাতদিনের মধ্যে বাজারজাত করার নির্দেশ দিয়ে সতর্ক করা হয়।
তিনি আরও জানান, কেউ অবৈধভাবে নিত্যপণ্য মজুদ রাখলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম