টেকনাফ উপজেলায় বিটার উদ্যোগে ইন্টারেক্টিভ, প্রতিযোগিতামূলক ক্রীড়া ইভেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী টেকনাফ পৌরসভার ২নং ওয়ার্ড এবং বাহারছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিটার উদ্যোগে কিশোর-কিশোরিদের নিয়ে একটি ইন্টারেক্টিভ, প্রতিযোগিতামূলক ক্রীড়া ইভেন্ট ও পুরষ্কার বিতরণী অনুষ্টানের আয়োজন করা হয়। শিশু-কিশোরদের শারিরীক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে টেকনাফ পৌরসভা এবং বাহারছড়া ইউনিয়নের চার শতাধিক শিশু-কিশোরদের নিয়ে উক্ত ইন্টারেক্টিভ এবং প্রতিযোগিতামূলক ক্রীড়া ইভেন্টের আয়োজন করা হয়। পরে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে টেকনাফ পৌরসভায় সভাপতিত্ব করেন হাফেজ বেলাল (রাঃ) মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ সাদেক এবং বাহারছড়া ইউনিয়নে সভাপতিত্ব করেন বাহারছড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য জুহুরা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন বিটার সিবিসিপি কো-অর্ডিনেটর মাইমুন উদ্দিন রুবেল, সিবিসিপি অফিসার আবু বকর সিদ্দীক,মোহাম্মদ ইদ্রিস, স্থানীয় সাংবাদিক প্রতিনিধি, সেবা গ্রহণকারী এবং উপকারভোগী প্রতিনিধিগণ।
বিডি প্রতিদিন/এএ