গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে আজ শুক্রবার দুপুরে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. নাহিদ ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবুল কালাম আজাদ, মেডিকেল অফিসার ডা. নাজনীন সুলতানা, ডা. হিম্বর রায়, সিনিয়র স্টাফ নার্স আজমিকা রানী, সম্পা বিশ্বাস, চক্ষু হাসপাতালের এমএলওপি কোর্সের স্টুডেন্ট মো. আজিজুর রহমান, রনেন হালদারসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/হিমেল