প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে লক্ষ্মীপুরে ‘দুর্গম পথের নির্ভীক যাত্রা’ শীর্ষক আনন্দ শোভাযাত্রা করেছে যুবলীগ নেতা-কর্মীরা। শুক্রবার বেলা ১১ টার দিকে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চকবাজার এলাকায় গিয়ে শেষ হয়।
যুবলীগ নেতা বায়েজীদ ভূঁইয়ার নেতৃত্বে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন রুমি পাটওয়ারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোনায়েম হোসেনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
এর আগে দিবসটি উপলক্ষ্যে জেলা পরিষদ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল