ময়মনসিংহের ফুলপুরে তুচ্ছ ঘটনায় কামাল উদ্দিন ফকির (সাজ্জাদ) (৫৫) নামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক হয়েছেন। এ ঘটনায় ফুলপুর থানায় মামলা হয়েছে এবং ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বওলা ইউনিয়নের পুরান নগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কামাল ওই এলাকার সালাম ফকিরের ছেলে ও ধোবাউড়া উপজেলার গোয়াতলা রঘুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
জানা যায়, জমি সংক্রান্ত বিষয় নিয়ে নিহতের চাচা ভাতিজাদের সাথে বিরোধ চলে আসছিল। আজ সকালে তার পুকুরে নিজের মটর থেকে পানি নেওয়ার সময় চাচার জায়গা দিয়ে পাইপ নিতে হয়েছিল। পরে তার ভাবী ও ভাতিজা তাদের জায়গা দিয়ে পাইপ নিতে বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটি ও মারামারি হয়। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং বেহুঁশ হয়ে যান। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় তার পিতা সালাম ফকির বাদি হয়ে ৭ জনের নামে ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে। আটকরা হলেন জাকারিয়া (৩৫), মুহিব্বুল্লাহ (১৮) ও রোকেয়া (৫০)।
এ ব্যাপারে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হানিফ উদ্দিন জানান, আসামিদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে। শনিবার আদালতে সোপর্দ করা হবে। আর নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ