বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেল নিয়ে শোডাউন করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই প্রার্থীর ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা পাওয়া প্রার্থীরা হলেন- ঘোড়া প্রতিকের চেয়ারম্যান প্রার্থী প্রভাষক তোফায়েল হোসেন লিটন ও টিউবওয়েল প্রতিকের ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহমুদুর রহমান পিন্টু। দুই প্রার্থীর ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
শুক্রবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাদের জরিমানা আদায় করেন।
জানা গেছে, বুধবার বিকেলে প্রভাষক তোফায়েল হোসেন লিটন শতাধিক মোটরসাইকেল নিয়ে কর্মী-সমর্থকদের সাথে একত্রিত হন। এরপর উপজেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোডাউন করছিলেন। এসময় সংবাদ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে তাকে জরিমানা করেন। এদিকে একই দিন বিকাল ৬টার দিকে উপজেলার কুন্দগ্রাম ইউপির তিলোচ সোনার পাড়া গ্রামে টিউবওয়েল প্রতিকের ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহমুদুর রহমান পিন্টুর কর্মী-সমর্থকরা মোটরসাইকেল নিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালানোর জন্য ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শোডাউন ও প্রচারণা চালানোর দায়ে দুই প্রার্থীর জরিমানা করা হয়। এসব খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়ায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা করে দুই প্রার্থীর মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল