২৬ মে, ২০২৪ ১৪:০৬

বরিশালে নৌ চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক

বরিশালে নৌ চলাচল বন্ধ

ফাইল ছবি

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বরিশাল নদী বন্দর থেকে নৌ চলাচল বন্ধ রয়েছে। রবিবার সকাল থেকে অভ্যন্তরীণ রুটে সব ধরনের ছোট-বড় লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এছাড়া দূরপাল্লার যাত্রী পরিবহন বন্ধ করেছে ঢাকা-বরিশাল রুটের লঞ্চ কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব রুটে নৌ চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। টার্মিনাল এলাকায় সকাল থেকে সচেতনতা মূলক মাইকিং করতে দেখা যায় নৌ পুলিশ ও কোস্টগার্ড সদস্যদের।

এদিকে, ঘূর্ণিঝড় রেমালের কারণে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরসহ দেশের ৯ জেলায় ১০ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। 

রবিবার সকালে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে দেওয়া ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাতে বলা হয়, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে নতুন করে ৯ নম্বর বিপৎসংকেত দেখাতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের কাছের দ্বীপ ও চরগুলো ১০ নম্বর মহাবিপৎসংকেতের আওতায় থাকবে।

বিডি-প্রতিদিন/শআ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর