বগুড়ার শাজাহানপুরে মঙ্গলবার রাতে ভোট কেনার সময় চেয়ারম্যান প্রার্থীর ৩ কর্মীকে আটক করেছে স্থানীয়রা। এসময় টাকার ব্যাগসহ আরো ২ কর্মী কৌশলে পালিয়ে যায়।
জানা যায়, মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার আমরুল ইউনিয়নের রামপুর গ্রাম থেকে তাদেরকে হাতেনাতে আটক করে স্থানীয়রা। পরে খবর পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম, এসিল্যান্ড জান্নাতুল নাইম এবং থানার ওসি শহিদুল ইসলাম ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে থানা হেফাজতে রাখেন।
আটককৃতরা হলেন উপজেলার আমরুল ইউনিয়নের নগর আমরুল পাড়া গ্রামের মৃত দানেশ উদ্দিনের ছেলে লুৎফর রহমান (৬৫), একই গ্রামের মৃত নিজাম উদ্দিন প্রামানিকের ছেলে সাবেক ইউপি সদস্য আজিজার রহমান (৬৮) এবং জাদুবপুর গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে কামরুজ্জামান (৪৮)। আটকৃতরা সবাই আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী ভিপি সাজেদুর রহমান সাহীনের কর্মী।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, স্থানীয়দের দেয়া খবর পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের হাতে আটক ৩ ব্যক্তিকে থানা হেফাজতে রাখা হয়েছে। আটকৃতদের মধ্যে লুৎফর রহমান নামে এক ব্যক্তি হৃদরোগী হওয়ায় ইউএনও’র পরামর্শে তাকে তার স্বজনদের জিম্মায় দেয়া হবে। আটকৃতরা সবাই আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর কর্মী বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/হিমেল