শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালিয়ে যাবার খবর ছড়িয়ে পড়তেই সারাদেশের ন্যায় বরগুনা জেল শহরসহ উপজেলা শহরগুলোতেও বিক্ষুব্ধ মানুষের রোষানালে পড়েছে আওয়ামী লীগ নেতারা। তাদের বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধরা।
সোমবার বিকালে একদল বিক্ষুব্ধ জনতা জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক এমপি ও মন্ত্রী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সদর রোডের পশ্চিম বরগুনার বাসায় হামলা ও অগ্নিসংযোগ করে। এ সময় বাসার বেড রুমের বিছানার তোষকের নিচ থেকে হামলাকারীরা কয়েক লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এছাড়া তার ল’ চেম্বারেও হামলা ও ভাঙচুর করা হয়।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের বাজার সড়কের ব্যবসায়িক চেম্বারে হামলা ও ভাঙচুর করা হয়।
সংসদ সদস্য বরগুনা-১ ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকুর অফিসে হামলা ও ভাঙচুর করা হয়। ভাঙচুর করা হয় জেলা আওয়ামী লীগ কার্যালয়ও। বেতাগী, পাথরঘাটা ও তালতলী আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর করাসহ নেতাদের চেম্বারে হামলা ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা।
বিডি প্রতিদিন/একেএ