বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ময়মনসিংহের ফুলপুরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ আগস্ট চলমান ছাত্র আন্দোলনের মাধ্যমে গদি থেকে সরিয়ে দেশছাড়া করায় আজ মঙ্গলবার সকাল ১১টায় ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় তারা এ আনন্দ মিছিল করে। মিছিলটি গোল চত্ত্বর থেকে শুরু হয়ে ফুলপুর সরকারি কলেজ মাঠে যায়। সেখান থেকে ফিরে বালিয়া মোড়, আমুয়াকান্দা ব্রিজ ও উপজেলা পরিষদ গেট হয়ে পুনরায় গোল চত্ত্বরে এসে এক পথসভায় মিলিত হয়।
সভায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফুলপুর উপজেলা শাখার সমন্বয়ক মামুন মিয়া। এসময় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নাদিম হাসান, নাঈম শেখ, লাবিব নাহাদি রাহাত, রিয়াদ আহমেদ, ইসমাইল, মিশকাত, মুস্তাকীম, জুনাইদ, সাইম, আবু সাঈদ, সুকান্ত, জাকিরুল, ফাহিম প্রমুখ।
এরপর বিএনপি, জামায়াত ও সাধারণ মানুষসহ বিভিন্ন সংগঠনের নেতৃত্বে দফায় দফায় আনন্দ ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এএ