নেত্রকোনা গত ২৪ ঘণ্টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়সহ সাধারণ সম্পাদক শামছুর রহমান ভিপি লিটনের বাসা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সেইসাথে ক্ষমতাসীন অনেকের ব্যক্তিগত চেম্বারসহ প্রতিষ্ঠান ভাঙচুর করে তারা।
নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খানের কক্ষও ভাঙচুর করা হয়েছে। তবে বিএনপির নেতাকর্মীরা নেত্রকোনা থানাসহ বিভিন্ন স্থাপনা রক্ষায় মানবপ্রাচীর গড়ে তোলে।
এদিকে, মঙ্গলবার সকালে ১৬ বছর পর উন্মুক্ত হওয়া বিএনপি অফিসের সামনে নেতারা জমায়েত হয়। অন্যদিকে কারামুক্ত ছাত্রদলসহ বিএনপি নেতারা আনন্দ মিছিল করে।
অন্যদিকে, নেত্রকোনার মোহনগঞ্জের বাসিন্দা প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের বাড়ি ও থানা ভাঙচুর করা হয়। এ ছাড়াও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে চেতনার বাতিঘরে বঙ্গবন্ধুর ভাস্কর্য মুছে ফেলে হয়েছে।
অন্যদিকে, নেত্রকোনা পৌরসভাসহ বিভিন্ন সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানে ভাস্কর্য নিজেরাই ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছে। নেত্রকোনা পৌরসভার ভাস্কর্যটি সকালে ভাঙা শুরু হয়।
বিডি প্রতিদিন/এমআই