চুয়াডাঙ্গায় জেলা কৃষকলীগ সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দারকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি মোমিনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। মঙ্গলবার বিকাল ৫টার দিকে গোলাম ফারুকের নিজ বাড়ি সদর উপজেলার সরিষাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গ্রামের গোলাম ফারুক জোয়ার্দ্দারের বাড়ি হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক জখম হন তিনি। এলাকাবাসী তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান গোলাম ফারুক জোয়ার্দ্দার।
বিডি প্রতিদিন/এএম