বৈষম্যবিরোধী ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ করেছে। কলাপাড়া,মহিপুর কুয়াকাটার সাধারণ শিক্ষার্থীবৃন্দ উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টার দিকে পর্যটন হলিডে হোমস ও ইয়ুথ ইন’র হল রুমে শান্তি সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে সভপতিত্ব করেন কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সিএম সাইফুর রহমান খান ঈসা।
এ সময় ঢাবি সমন্বয়ক শহিদুল ইসলাম সৈকত, রফিকুল ইসলাম, রাকিব হাসান, গোলাম মাহমুদ সবুজ, ববি সমন্বয়ক খায়রুল ইসলাম সোহাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মো. ইমরান হোসেন, সাত কলেজ সমন্বয়ক জোবায়ের ইসলাম তালহা, মোহাম্মদ মহিম, বিএম কলেজ সমন্বয়ক জিনিয়া কাজীসহ কলাপাড়া উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও দোয়া মোনাজাত করা হয়। সবশেষে একটি শান্তি মিছিল বের হয়। মিছিলটি পর্যটন নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/এএ