রাঙামাটি জেলার হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বৌদ্ধ বিহারের নিরাপত্তা জোরদার করেছে পার্বত্য চট্টগ্রাম বাঙালী ছাত্র পরিষদ। আজ মঙ্গলবার সকাল থেকে শহরের বিভিন্ন এলাকার মন্দির, বৌদ্ধ বিহারে বিশেষ ইমিডিয়েট রেসপন্স টিমের লিফলেটে বিতরণ করেন সংগঠনটি।
এ কমিটির নেতৃত্ব দেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, পিসিএনপি রাঙামাটি জেলা প্রচার সম্পাদক হুমায়ুন কবির, রাবিপ্রবি নেতা নুরুল ইসলাম।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম বলেন, ‘আমরা নতুন বাংলাদেশ উপহার পেয়েছি। তাই দেশের পরিস্থিতির দুর্বলতার সুযোগ নিয়ে যাতে কোন দুষ্কৃতিকারী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে তার জন্য ছাত্র সমাজ সজাগ রয়েছে। তাই পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় নিদের্শে আমরা পাহাড়ের মন্দির, বিহার ও মসজিদ পাহাড় বসেছি। ছাত্রদের নিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইমিডিয়েট রেসপন্স টিম যে কোন সমস্যায় স্বশরীরে হাজির হয়ে তাদের পাশে দাঁড়াবার।’
বিডি প্রতিদিন/নাজমুল