ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নে সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষার প্রয়োজনে কমিটি গঠন করা হয়েছে। সরকারি পাতারহাট আরসি কলেজের শিক্ষক মো. নূরুল হুদাকে আহবায়ক এবং লেখক, সাংবাদিক আহমেদ আল আমীনকে সদস্য সচিব করে মঙ্গলবার এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম আহবায়ক মোস্তাফিজ নান্না, মো. ইমাম হোসেন ও মনির হোসেন মাস্টার; সদস্য জাকির হাওলাদার, বাচ্চু মোল্লা, হেমায়েত হাওলাদার, নুরজামাল হাওলাদার, মো. রেজাউল করিম, মো. ফজলুল করিম শাওন, ইকবাল হাসান লালচান, রঙ্গলাল, মো. পারভেজ শিকদার, হরেন মিস্ত্রি, মো. জামাল হোসেন, অন্তু হোসেন, সুনীল ধোপা, অ্যাডভোকেট জাহিদুল ইসলাম, সোহরাব হাওলাদার, দেবব্রত রায়, শিপলু মোল্লা, জালাল হাওলাদার।
সরকারি পাতারহাট আরসি কলেজের শিক্ষক মো. নূরুল হুদা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নে সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষার প্রয়োজনে এই কমিটি কাজ করবে। এলাকার দায়িত্বশীল নাগরিকদের পরামর্শ ও সম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়েছে।
লেখক, সাংবাদিক আহমেদ আল আমীন বলেন, আমাদের এলাকার মানুষ সব সময়ই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলে। তারপরও উদ্ভূত পরিস্থিতিতে কেউ যাতে সংখ্যালঘুদের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করতে না পারে, সেদিকে আমরা দৃষ্টি রাখবো।