যশোরের সদরে এক রাতে বিএনপির এক কর্মীসহ দুইজন খুন হয়েছেন। শুক্রবার উপজেলার বাদিয়াটোলা গ্রামের নিজ বাড়িতে দুর্বৃত্তের গুলিতে খুন হন বিএনপিকর্মী মেহের আলী (৪৫)। এ ছাড়া বাহাদুরপুর গ্রামে জাহাঙ্গীর আলম মিঠু (৩২) নামে এক টাইলস মিস্ত্রিকে গলা কেটে হত্যা করা হয়েছে।
নিহত মেহের আলী ওই এলাকার আব্দুল মালেক মন্ডলের ছেলে। আর মিঠু বাহাদুরপুর গ্রামের মোদাচ্ছের আলীর ছেলে।
নিহত মেহের আলীর বোন জামাই আব্দুর রহমান জানান, মেহের আলীর নামে ষড়যন্ত্রমূলক মামলা করলে তিনি কুয়েত চলে যান। পরে গত ২৬ জুলাই দেশে ফেরেন। বিদেশ যাওয়ার আগে তিনি বিএনপির সক্রিয় কর্মী ছিলেন।
শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তিনি বিজয় মিছিলে অংশ নেন। শুক্রবার রাত ১১টার দিকে চুড়ামনকাটির বাদিয়াটোলা গ্রামে মাথায় গুলি করে মেহের আলীকে হত্যা করে দুবৃর্ত্তরা। রাজনৈতিক কোন্দলে এই খুনের ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
এদিকে, নিহত মিঠুর ভাতিজা রিন্টু জানান, সন্ধ্যা ৬টার দিকে মিঠুকে তার বন্ধুরা চা খাওয়ার জন্য ডেকে নিয়ে যায়। ৮টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। পরে শনিবার সকাল ৬টার দিকে মাঠে কাজ করতে গিয়ে এলাকাবাসী তার মরদেহ দেখতে পান। তাকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে জানান তারা।
এ ব্যাপারে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।