পাঁচ দিন বন্ধ থাকার পর চকরিয়া থানার কার্যক্রম শুরু হয়েছে। সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের সহায়তায় শনিবার ১১টার দিকে সীমিত আকারে থানার কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জিওসি ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কক্সবাজার মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, কমান্ডার ২ পদাতিক ব্রিগেড ব্রিগেডিয়ার জেনারেল মো. নুরন্নবী , অধিনায়ক ২৯ এসটি ব্যাটালিয়ন লে. কর্নেল গোলাম কিবরিয়া খন্দকার, লে. কর্নেল কামরুজ্জামান, অধিনায়ক ১ ইস্ট বেঙ্গল, পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, কক্সবাজার, ইউএনও মো. ফখরুল ইসলাম, চকরিয়া থানার ওসি, ছাত্র প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
বিডি প্রতিদিন/এএম