নতুন করে বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে জয়পুরহাট পৌর শহরে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার সকালে শহর ও কলেজ ছাত্রদলের ব্যবস্থাপনায় এ পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু হয়।
এ পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহমেদ, যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী, সোহরাব ইসলাম ইমন, শিমুল হোসেন, আহাদ হোসেন, শহর ছাত্রদলের সদস্য সচিব হাসানুল বান্না হাসান, যুগ্ম আহ্বায়ক আলামিন হোসেন দোলন,ফিরোজ হোসেন প্রমুখ।
এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা জয়পুরহাট পৌর শহরের পড়ে থাকা অসংখ্য ময়লা আর্বজনা পরিষ্কার করে এবং সাধারণ জনগণকে যেখানে সেখানে ময়লা না ফেলে নিদিষ্টস্থানে ময়লা ফেলার অনুরোধ করেন।
বিডি প্রতিদিন/এএম