মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাজানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অপসারণ ও দুর্নীতি মুক্ত রাজানগর ইউনিয়ন পরিষদ চেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী। মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজানগর বাজার থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
এতে অংশ নেয় দুই শতাধিক এলাকাবাসী। রাজানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর রহমানকে পদত্যাগ করতে নানা স্লোগানে দেন। পদত্যাগ না করলে অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বিক্ষোভকারীরা।
তারা বলেন, চেয়ারম্যান নির্বাচনে আগে অনেক প্রতিশ্রুতি দিলেও নির্বাচিত হওয়ার পর থেকেই সে বিচার বাণিজ্য, সার্টিফিকেট বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতি করে আসছে।
বিক্ষোভে বক্তব্য রাখেন রাজানগর ইউপি সদস্য জে আই চৌধুরী লিটন ও সাইফুল ইসলাম, রাজানগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি অলিউল ইসলাম লস্কর, বিএনপি নেতা আবু তাহের, শহিদুল মাদবর, সিদ্দিক আকবর দাখিল মাদরাসার শিক্ষক মো. দাউদ প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল