ট্রাফিক পুলিশ, আনসার সদস্য ও শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করেছেন বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর জেলা শাখার সদস্যরা। আজ মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুর শহরের লিলির মোড় এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ আনসার, শিক্ষার্থীদের মাঝে এসব ছাতা বিতরণ করা হয়।
দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবীরা বলেন, দিনাজপুরে বর্ষা মৌসুমের শেষ সময় কখনো রোদ কখনো মেঘ, আবার কখনো বৃষ্টি হচ্ছে। এসময় ছাতার খুব প্রয়োজন ছিল। আমরা দেশের প্রতি ভালোবাসা থেকে নিজ উদ্যোগে দায়িত্ব পালন করছি।
বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মো. ইয়াছির আরাফাত বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ সব সময় ভালো কাজে সহযোগিতা করে আসছে। রোদ-বৃষ্টি উপেক্ষা করে যেসব ট্রাফিক পুলিশ, আনসার সদস্য ও শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছেন, তাদেরকে আমাদের পক্ষ থেকে এই উপহার দিতে পেরে ভালো লাগল। দেশব্যাপী আমাদের বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা আপনাদের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা চেষ্টা করছেন আপনাদের সহায়তা করার।’
বসুন্ধরা শুভসংঘ দিনাজপুর জেলা শাখার সহসভাপতি শরিফুল ইসলাম শরিফ বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর দেশ পুনর্গঠনে দেশব্যাপী একযোগে কাজ করে যাচ্ছে বসুন্ধরা শুভসংঘ। তারই ধারাবাহিকতায় আপনাদের আজ এই ছাতা উপহার দেওয়া হলো।এ ছাড়া পরিষ্কার-পরিচ্ছন্নতা, ট্রাফিক নিয়ন্ত্রণ, দেয়াল অঙ্কনসহ বিভিন্ন কাজে সহযোগিতা করে আসছে।’
এসময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠের দিনাজপুর প্রতিনিধি এমদাদুল হক মিলন, বসুন্ধরা শুভসংঘের জেলা শাখার কার্যকরী সদস্য তাহাসিন ওয়ারিদ, মো. সুমন হক, সদর উপজেলার সাধারণ সম্পাদক আসতারুল আলম, সহসাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, ইভেন্ট সম্পাদক মেহেদি হাসান ফুয়াদ, সদস্য নুরাবী ইসলাম ও দিনাজপুর সরকারি কলেজ শাখার হৃদয় আহম্মেদ।
বিডি প্রতিদিন/নাজমুল