দেশে অশান্তি ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-ছাত্রীরা। আজ দুপুর সাড়ে ১১টার দিকে মেহেরপুর শহরের শামসুজোহা নগর উদ্যান থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। মিছিলটি মেহেরপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখনে শিক্ষক মূঈজ খন্দকার, ছাত্র আন্দোলনের হাসনাত জামান সৈকত, এস এম প্লাবন, মো: রাফি।
সমাবেশে বক্তারা এখন গণঅভ্যুত্থানের বিরুদ্ধে কিছু স্বার্থন্বেষী মহল ষড়যন্ত্রে লিপ্ত আছে বলে ছাত্র-জনতাকে সতর্ক করেন। সেই সাথে ছাত্র-জনতাকে সকল অপশক্তিকে প্রতিহত করার আহবান জানান।
বিডি প্রতিদিন/এএ