উত্তরের জেলা গাইবান্ধা বিভিন্ন ধর্মাবলম্বীর ২৫ লাখ মানুষের বসবাস। নতুন বাংলাদেশকে স্বাগত জানাতে নতুনভাবে সাজানো হচ্ছে গাইবান্ধাকে। বিপ্লবের মুষ্টি ছেড়ে তরুণরা হাতে তুলে নিয়েছে রঙ-তুলি। রঙে রাঙিয়ে নতুন করে সাজানো হচ্ছে অপরিচ্ছন্ন দেয়ালগুলো। গাইবান্ধাবাসী বলছে, এমন কাজ এর আগে দেখেননি তারা।
জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে স্কুল-কলেজ ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের দেয়ালে অঙ্কিত হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নানা চিত্রকলা। রঙ তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে শহীদ ছাত্র আবু সাঈদসহ অসংখ্য আত্মত্যাগী শিক্ষার্থীদের প্রতিচ্ছবি ও বিভিন্ন স্লোগান। ছাত্র-জনতার আন্দোলনের ক্ষত গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে দেয়ালে দেয়ালে।
মঙ্গলবার (১৩ আগস্ট) গাইবান্ধা শহর ঘুড়ে বিভিন্ন স্কুল কলেজের দেয়ালে দেখা গেছে এমন চিত্র। কেউ দিচ্ছেন নির্দেশনা কেউবা দেয়ালে আঁকছেন। তীব্র গরমও দমিয়ে রাখতে পারছে না এ শিক্ষার্থীদের চিত্রকলা। শিক্ষার্থীদের কোমল হাতের ছোয়ায় আবারও হেসে উঠছে বহু বছরের পুরনো জং ধরা দেওয়াল গুলো। রঙে রঙিন হচ্ছে গাইবান্ধার পথপ্রান্তর। ফুটপাত থেকে রাজপথের দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে প্রতিবাদী শিক্ষার্থীদের শব্দ চয়ন।
শিক্ষার্থীরা বলছেন, এসব চিত্রকলার মধ্য দিয়ে আন্দোলনে শহীদদের স্মরণ করা হচ্ছে। শহীদদের স্মৃতি ধরে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা ছাত্ররা স্বত:ফূর্ত ভাবে এই কাজে অংশ নিয়েছি। আমরা দেয়াল সাজানোর মাধ্যমে দেশকে রাঙিয়ে তুলতে চাই।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক রাকিব হাসান বলেন, একটি সুন্দর পরিবেশ উপহার দিতে রাজপথ থেকে শুরু করে গ্রাফিতিতেও গাইবান্ধার শিক্ষার্থীরাও থেমে নেই। আমরা বিশ্বাস করি তরুণদের হাত ধরেই বাংলাদেশে নতুন সূর্য উদিত হবে। তাই আমাদের এই আয়োজন ও অংশগ্রহণ।
এ বিষয়ে গাইবান্ধার সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবির তনু বলেন, আমরা তরুণদের চোখেই আগামী দিনের বাংলাদেশকে দেখি। তরুণরা তাদের এই দেয়াল চিত্রের মাধ্যমে দেশকে এবং দেশের সম্ভাবনাকে ফুটিয়ে তোলার চেষ্টা সত্যিই প্রশংসনীয়। শিক্ষার্থীদের সুন্দর প্রতিভায় রূপান্তরিত হোক অসম্প্রাদায়িক বাংলাদেশ।
বিডি প্রতিদিন/হিমেল