দিনাজপুরে শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ও শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত হওয়ায় তাদের পাশে সুধীজন, ব্যবসায়ীদের পাশাপাশি কবি-সাহিত্যিকরা এগিয়ে এসেছেন।
মঙ্গলবার শহরে যানজট মুক্ত করতে ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং শিক্ষার্থীদের উৎসাহিত করতে লিলিমোড় ও হাসপাতাল মোড়ে সুধীজন ও ব্যবসায়ীদের পাশাপাশি শিক্ষার্থীদের সহযোগিতায় দিনাজপুরের সাহিত্য সংগঠনের প্রবীণ সদস্য কবি ফাতেমা বেগম তাদের জন্য জুস, বিস্কুট ও লজেন্স খাদ্য সামগ্রী উপহার হিসেবে প্রদান করেছেন। তিনি তাদেরকে উৎসাহিত করতে ২টি স্বরচিত কবিতা তাদেরকে উৎস্বর্গ করেছেন।
কবিতা দুটির শিরোনাম হলো “আমরা সামনে রেখেছি” ও “আমরা ছাত্রী-আমরা ছাত্রী”।
লিলি মোড় শিক্ষার্থী রোভার স্কাউট এর মোঃ ফারুক ইসলাম ও হাসপাতাল মোড়ে কামরুজ্জামান লিমন, মোঃ ইসমাঈলসহ সদস্যরা খাদ্য উপহার সামগ্রী গ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএ