গোপালগঞ্জে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় গোপালগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন রাতুল ত্রিপুরা, পুলিশ সুপার আল-বেলী আফিফা, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গোপালগঞ্জ জেলা কমান্ড্যান্ট ফজলে রাব্বি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন, মঈনুল হক, শাহিনূর আক্তার, রাশেদুজ্জামান, আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিক উজ্জামান, আহ্বায়ক কমিটির সদস্য ডা. কে.এম বাবর, জেলা সিপিবির সভাপতি অধ্যক্ষ আবু হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মঈন উদ্দিন খান সিফাত, জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রেজাউল করিম, জেলা জাসদের সভাপতি শেখ মাসুদুর রহমান মাসুদ, প্রেস ক্লাবের সভাপতি জুবায়ের হোসেন, সাংবাদিক মাহবুব হোসেন সারমাত, জয়ন্ত শিরালী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক দুলাল বিশ্বাস, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মনিন্দ্র নাথ বাড়ৈ মণি, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিশসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখানে কোন বিশৃঙ্খলা হয়নি। সবার আন্তরিক চেষ্টায় এ পরিস্থিতি আরও ভালো করতে হবে।
বিডি প্রতিদিন/আরাফাত