রাজবাড়ীর পদ্মা নদীতে পাবনার ঢালার চর এলাকার জেলে লালন শেখের হাজারি বড়শিতে ১৩ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে।
মাছটি বিক্রির জন্য তিনি দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবসায়ী মো. চান্দু মোল্লাকে ফোন করেন। চান্দু মোল্লা ২ হাজার ৩০০ টাকা কেজি দরে ৩১ হাজার ৫০ টাকা দিয়ে মাছটি ক্রয় করেন।
বড় আকৃতির বোয়াল মাছটি দেখার জন্য দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় উৎসুক জনতা ভিড় করেন। দীর্ঘদিন পর পদ্মায় বড় আকৃতির একটি বোয়াল মাছ পাওয়া গেছে বলে জানান স্থানীয়রা।
ফেরিঘাটের চাঁদনী আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা বলেন, লালন শেখ পদ্মা নদীতে বোয়াল মাছটি পাওয়ার পর আমাকে ফোন করেন। আমি দ্রুত মাছটি ক্রয় করি। ঢাকার এক ব্যবসায়ীর কাছে ২ হাজার ৩৫০ টাকা কেজি দরে ৩১ হাজার ৭২৫ টাকা বিক্রি করি।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, পদ্মায় অনেক মাছ পাওয়া যায়। পদ্মার মাছ বেশ সুস্বাদু। পদ্মার মাছ সবার সম্পদ।
বিডি প্রতিদিন/এমআই