ভোলায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৭ সন্ত্রাসীকে আটক করেছে। রবিবার রাতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন, বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ একত্রে যৌথ অভিযান চালিয়ে এই সন্ত্রাসীদেরকে আটক করেছে।
কোস্টগার্ড দক্ষিন জোনের স্টাফ অফিসার ল্যাফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভির সকালে সংবাদ সম্মেলে জানান, বেশ কিছুদিন ধরে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নে মোঃ মিজানুর রহমান মিয়াজী এর নেতৃত্বে একটি দুর্ধর্ষ সন্ত্রাসী দল স্থানীয় জনসাধারণেকে জিম্মি করে চাঁদাবাজী, জমিদখলসহ নানা অপকর্ম করে আসছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে গোপন তদন্তে সত্যতা পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে চরসামাইয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এর আলাউদ্দিন মিয়াজী বাড়ি, পালোয়ান বাড়ি এবং মিজির বাড়ি তল্লাশী করে সন্ত্রাসী বাহিনীর প্রধান মোঃ মিজানুর রহমান মিয়াজী এবং তার সহযোগী মো. মিরাজসহ ৭ জন সন্ত্রাসীকে আটক করা হয়।
এসময় রাম দা, ধামাসহ ২৫ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে আটককৃত সন্ত্রাসীদের এবং জব্দকৃত অস্ত্রগুলো ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়।বিডি প্রতিদিন/এএম