১৬ সেপ্টেম্বর, ২০২৪ ১৭:২৫

দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নানা আয়োজন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নানা আয়োজন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে দিনাজপুরে শিশুদের রচনা, হামদ/না’ত প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আকতারুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ঘুঘুডাঙ্গা কলেজ এর অধ্যক্ষ সেখ ছগির আহম্মেদ।সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন ঘুঘুডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে ও কলেজ এর সহকারী শিক্ষক মো. আল আমিন। এর আগে শিশুদের রচনা, হামদ/না’ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিশুদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

অপরদিকে, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন কমিটি দিনাজপুরের আয়োজনে সোমবার দিনাজপুর একাডেমী স্কুল প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য ঐতিহাসিক শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একাডেমী স্কুল প্রাঙ্গণে গিয়ে আলোচনা সভা ও দোয়া হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর ইসলামিক রিসার্চ সেন্টার এর প্রতিষ্ঠাতা-মহাপরিচালক আল্লামা ড.সৈয়দ এরশাদ আহমাদ আল বুখারী। ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক সৈয়দ আলিম আহমেদ আল বুখারীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক রিসার্চ সেন্টারের শিক্ষক, ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি শফিউল্লাহ খান শুকলা, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লাবু এ্যাডভোকেট, সুইহারী খানকা মাদরাসার হযরত মাওলানা ইব্রাহীম খলিল প্রমুখ। 

এসময় উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জিন্নাহ আল মামুন। বর্ণাঢ্য শোভাযাত্রায় দিনাজপুর ইসলামিক রিসার্চ সেন্টারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সদস্যবৃন্দ, মাদরাসা শিক্ষক-শিক্ষার্থী, কমিটির কর্মকর্তা, মসজিদের ইমাম-মোয়াজ্জেম, মুসল্লীবৃন্দসহ সর্বস্তুরের মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করা হয়।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর