বিচার বহির্ভূত হত্যাকান্ডের প্রতিবাদ ও বিচারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুরের বিক্ষোভ সমাবেশ হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর প্রেসক্লাব চত্বরে জড়ো হয়ে একটি মিছিল বের হয়।
মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। এর মাঝে জাহাজ কোম্পানি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসহ দেশের বিভিন্ন স্থানে মব জাস্টিস ও বিচার বহির্ভূত হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর। এসময় বিক্ষোভকারীরা 'ক্যাম্পাসে লাশ পড়ে, প্রশাসন কী করে', সন্ত্রাসের ঠিকানা শিক্ষাঙ্গনে হবে না', 'মব কালচার বন্ধ কর, আইনের শাসন চালু কর,' ক্যাম্পাসে খুন কেন, প্রশাসন জবাব চাই, 'ছাত্রলীগ যে পথে, খুনিরা আছে সে পথে,' প্রভূতি স্লোগান দেন। এ সময় তারা বিগত ১৫ বছর ধরে দেশে স্বৈরাচারী সরকারের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের যে সংস্কৃতি চালু হয়েছিল তার নিন্দা জানিয়ে অনতিবিলম্বে এসব কার্যক্রম বন্ধের দাবি জানান তারা।
এসময় বক্তব্য রাখেন ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোতাওয়াক্কিল শাহ ফকির, তাসিন আহমেদ, রাজিমুজ্জামান হৃদয় প্রমুখ।বিডি প্রতিদিন/হিমেল