গাজীপুরের কাপাসিয়ায় দুর্নীতি বিরোধী আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক বায়েজিদুর রহমান খান।
জানা যায়, কোমলমতি শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী মনোভাব গড়ে তোলার লক্ষে ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ‘অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ’ এবং ‘দুর্নীতিই বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির প্রধান অন্তরায়’ শিরোনামে দিনব্যাপী এ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা ৮টি দলে বিভক্ত হয়ে পক্ষে ও বিপক্ষে বিতর্কে অংশগ্রহণ করেন।
চূড়ান্ত পর্যায়ে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় দলকে পরাজিত করে বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ দল চ্যাম্পিয়ন হয়েছে। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী জয়নাব সাবরীন মম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীমের সভাপতিত্বে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দুদক সমন্বিত জেলা কার্যালয় গাজীপুরের সহকারী পরিচালক মশিউর রহমান, কাপাসিয়া থানার ওসি মো: কামাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আব্দুল আরিফ সরকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুফিয়া বেগম, অধ্যক্ষ মোহাম্মদ তাজউদ্দীন প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল