দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর থেকে আকস্মিক বন্যার বিশেষ সতর্কবার্তার প্রেক্ষিতে নেত্রকোনায় এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার পাহাড়ি দুই উপজেলাসহ সকল উপজেলার ইউএনওদের নিয়ে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এই জরুরি সভায় সভাপতিত্ব করেছেন কমিটির সভাপতি জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
এতে এডিসি রাফিকুজ্জামানের সঞ্চালনায় জেলা কমিটির সদস্য সচিব জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমিনসহ প্রতি উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলোকে সক্রিয় হয়ে দুযোর্গ মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক। এসময় দুযোর্গপ্রবণ এলাকাগুলোতে প্রতিটি মসজিদের মাইকের মাধ্যমে সর্তকতামূলক বার্তা দেয়ারও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় তারা জানান, জেলায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এক হাজার মেট্রিক টন চাল, সাড়ে ষোল লাখ নগদ অর্থ ও ২১৩০ প্যাকেট শুকনো খাবার প্রস্তুত রয়েছে।
জেলা কমিটির সদস্য সচিব জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমিন জানান, প্রাকৃতিক দুর্যোগে উদ্ধারকারী দুটি নৌযান থাকলেও চালক নিয়োগ না থাকায় এগুলোকে জেলা প্রশাসনের মাধ্যমে ঠাকুরাকোনা কংশ নদীর ঘাটে পাহাড়া দিয়ে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত