গাইবান্ধার সাদুল্লাপুরে ভবেশ চন্দ্র সরকার (৭২) নামে এক মিষ্টির কারিগরকে গাছের খড়ি দিয়ে পেটানোর ঘটনায় মামলা হয়েছে। তবে মামলার পর থেকেই গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত সাদুল্লাপুর মিষ্টান্ন ভান্ডার হোটেল মালিক আবু তালেব (৪০)। তিনি উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।
এদিকে, মামলার পর অভিযুক্ত আবু তালেব তার পক্ষের লোকজন দিয়ে বাদীর পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে তার পরিবার।
মঙ্গলবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, ভুক্তভোগী ভবেশ চন্দ্র সরকারের লিখিত অভিযোগটি তদন্ত শেষে সোমবার রাতেই থানায় মামলা হিসেবে রুজু করা হয়েছে। এ মামলায় একমাত্র আসামি করা হয়েছে হোটেল মালিক আবু তালেবকে। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।
এর আগে, শনিবার দুপুরে উপজেলার চৌমাথা মোড়ের সাদুল্লাপুর মিষ্টান্ন ভান্ডার নামের হোটেলে বেধড়ক মারধরের শিকার হয় মিষ্টির কারিগর ভবেশ চন্দ্র সরকার। ভবেশ চন্দ্র উপজেলার দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা গ্রামের মৃত ভরত চন্দ্র সরকারের ছেলে। তিনি আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।
ভুক্তভোগী ভবেশ চন্দ্র সরকারের অভিযোগ, শনিবার সকালে হোটেলের একটি ফ্রিজের বৈদ্যুতিক তার ইদুর কেটে ফেলার জেরে মালিক আবু তালেব তাকে দায়ী করে গালিগালাজের পর কিলঘুষি ও লাথি দেয়। একপর্যায়ে আবু তালেব গাছের খড়ি দিয়ে এলোপাতাড়ি পিটাতে থাকে। এতে আমার হাত, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে জখমসহ একটি দাঁত ভেঙে যাওয়াসহ অপর একটি দাঁতের গোড়া নড়ে যায়। এমন ঘটনায় আমি তার কঠোর শাস্তি চাই।
এ বিষয়ে ভবেশ চন্দ্রের ছেলে সুবির চন্দ্র সরকার অভিযোগ করে বলেন, চিকিৎসা শেষে বাবা বাড়ি ফিরলেও এখনো শারীরিক জখমে কাতরাচ্ছেন তিনি। ঘটনার পর থেকেই মামলা না করার জন্য বিভিন্নভাবে চাপ ও হুমকি দেন হোটেল মালিক তালেব। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে তার পরিবার। তিনি অভিযুক্ত তালেবকে গ্রেফতার করে বিচার দাবি জানান।
এদিকে সাদুল্লাপুর বণিক সমিতির সভাপতি শফিউল ইসলাম স্বপন বলেন, একজন বৃদ্ধ হোটেল শ্রমিকের দাঁত ভেঙে ফেলাসহ তার শরীরে আঘাতের যে চিহ্ন দেখেছি, তা অমানবিক। মালিকদের এমন আচরণে শাস্তি পাওয়া উচিত। একইসঙ্গে নির্যাতনের শিকার শ্রমিক ভবেশ চন্দ্রকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি কর্মক্ষেত্রে সকল শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই