সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আজ ঈদুল আজহা উদযাপন করেছে চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলার চারটি গ্রামের শতাধিক পরিবার।
শুক্রবার (৬ জুন) সকালে জেলার সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের মোমিন টোলা ও বাগানপাড়া এবং শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রাধানগর ও ছিয়াত্তর বিঘি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
শিবগঞ্জ উপজেলার ছিয়াত্তর বিঘি এলাকার একটি আমবাগানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন ইউসুফ আলী। এতে স্থানীয় পুরুষ ও নারীরা অংশ নেন। নামাজ শেষে মুসল্লিরা কোরবানির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
ঈদের নামাজ ও কোরবানির পর এলাকাগুলোতে উৎসবের আবহ তৈরি হয়। আত্মীয়-স্বজন, প্রতিবেশীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন সবাই।
চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. গোলাম মোস্তাফা বলেন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আগেভাগেই ঈদ উদযাপনের রেওয়াজ আছে। সেই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জেও কিছু মানুষ আজ ঈদ উদযাপন করছেন।
প্রতি বছরই এই এলাকাগুলোর কিছু ধর্মপ্রাণ মানুষ সৌদি সময়ের সঙ্গে মিল রেখে রোজা রাখা ও ঈদ উদযাপন করে আসছেন। স্থানীয়দের মতে, এটি তাদের ধর্মীয় বিশ্বাস ও চর্চার একটি অংশ।
বিডি প্রতিদিন/নাজিম