চাঁদপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের ১২৬ কোটি ৭৯ লাখ ১৬ হাজার ৮২১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব অডিটোরিয়ামে বাজেট ঘোষণা করেন পৌরসভা প্রশাসক (উপসচিব) মো. গোলাম জাকারিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, সিভিল সার্জন ডা: মোহাম্মদ নুর আলম দীন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াত আমির মাও: মো: বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারি এড. মো: শাহজাহান মিয়া, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি মাও: মাকসুদুর রহমান, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশাসহ জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা। এসময় পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৪৬ কোটি ৫৬ লাখ ৮২ হাজার ৪২৫ টাকা।
বিডি প্রতিদিন/এএম